সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
শীতলক্ষ্যায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৩:২০ PM
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ জয়কৃষ্ণ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। 

এর আগে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাতে শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে পানিতে ডুবে নিখোঁজ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। 

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ পরিদর্শক রকিবুল হাসান জানায়, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে সকাল সোয়া ১০টায় দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়। ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে শনিবার সকালে আমাদের ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত