মাদারীপুর-১, শিবচর আসনে বিএনপি নেতা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন বিএনপি’র স্থানীয় নেতা-কর্মীরা এ প্রতিবাদ মিছিলে অংশ নেন। এসময় আন্দোলনকারীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের বিএনপি রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছেন। তার নেতৃত্বেই বিএনপি আজও সুসংগঠিত ও সক্রিয় রয়েছে।
তারা আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে কামাল জামান মোল্লার জনপ্রিয়তাকে বাধাগ্রস্ত করতে চাইছে। তারা সতর্ক করে বলেন, এই ধরনের ষড়যন্ত্র বিএনপি ও শিবচরের জনগণ কখনও মেনে নেবে না। যদি বিএনপি এই আসনে বিজয় চায়, তাহলে কামাল জামান মোল্লার বিকল্প নেই।
প্রতিবাদকারীরা দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহার করে ধানের শীষ প্রতীকে কামাল জামান মোল্লার প্রার্থিতা পুনর্বহালের দাবি জানান। তারা বলেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত শিবচরের মানুষ মেনে নেবে না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মিছিল শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।