চাঁদাবাজি, জমি ও জলাশয় দখলসহ নানা অনিয়মের অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ।
রোববার (৯ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রমিক দলের সভাপতি পদ ব্যবহার করে মোন্তাজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সালিশের নামে অর্থ আদায়, জলাশয় ও জমি দখল, থানায় দালালি এবং নিজ দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনসহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সাংগঠনিক অস্থিরতা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে মূলগ্রাম ইউনিয়ন ও উপজেলা বিএনপির কার্যক্রমে বিভাজন ও হতাশা দেখা দিয়েছে। মোন্তাজ আহমেদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা না নিলে দলীয় শৃঙ্খলা আরও ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। সমাবেশ থেকে তাকে মূলগ্রাম ইউনিয়নে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাব্বত মল্লিক বলেন, “মোন্তাজ দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। অমৃতকুণ্ডা হাটে অতিরিক্ত টোল আদায়, রেলবাজার এলাকায় শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ নেওয়া এবং আপত্তি জানালে হামলার ঘটনাও ঘটেছে।”
অভিযোগের বিষয়ে শ্রমিকদল সভাপতি মোন্তাজ আহমেদ বলেন, “চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং কিছু ব্যক্তি অনুমতি ছাড়াই ট্রাক ও যানবাহন থেকে টাকা তুলছিল। আমি বিষয়টি নিষিদ্ধ করায় তারাই ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। আমরা ইজারা নেওয়া হাটের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। রাজনৈতিক প্রতিপক্ষের একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”