সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
নেছারাবাদে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:৪১ AM
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামে জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমরাজুরি ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে স্বরূপকাঠির দিকে যাচ্ছিলেন তিনজন যুবক। পথিমধ্যে সেহাংগল হাটখোলা বাজারের উত্তর পাশে রাস্তার ওপর ফেলে রাখা একটি গাছ দেখতে না পেয়ে মোটরসাইকেলটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে তারা রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

আহতরা হলেন- পূর্ব জলাবাড়ি এলাকার মোটরসাইকেলচালক জয়ন্ত মিস্ত্রি (২৮), পিতা স্বপন মিস্ত্রি; অসিম (৩০), পিতা সঞ্জয়; এবং ইদেলকাঠি গ্রামের মো. ইসরাফিল (৩০), পিতা মো. তৈয়ব আলী।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে রেফার করেন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার আইডিয়াল ইনস্টিটিউটের দরজা-জানালা তৈরির জন্য কামারকাঠির যুবদল নেতা সোহেলের মাধ্যমে শ্রমিক এনে বন বিভাগের রাস্তার পাশের সরকারি রেণ্টি গাছ কাটা হচ্ছিল। গাছটি কেটে রাস্তার ওপর ফেলে রেখে চলে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

নেছারাবাদ উপজেলা বন বিভাগের কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বলেন, গাছটি রাস্তার দিকে হেলে ছিল। এলাকাবাসীর অনুরোধে ইউএনও সাহেব সেটি কাটার নির্দেশ দেন, তবে কোনো টেন্ডার বা দরপত্র আহ্বান করা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জানা গেছে, তিনি আইডিয়াল ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার কাজে ব্যস্ত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত