রংপুরের গঙ্গাচড়ায় বাড়ি চুরির জেরে দুই পক্ষের সংঘর্ষে মিলন মিয়া (৪০) নিহত হয়েছে।
রবিবার রাত ১.১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত মিলন মিয়া পূর্ব কচুয়া ফকিরপাড়া (নোহালী) এলাকার মকবুল হোসেনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বিকালে নোহালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মোশারফ ও মৃত মহির উদ্দিনের ছেলে রাশেদ মাষ্টারের পরিবারের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পেটে ছুরির আঘাতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিলন। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবু হানিফ সরকার বলেন, গত ১২ নভেম্বর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ভিকটিম চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছে। এ সংক্রান্তে পূর্বেই মামলা হয়েছে, এখন মাডার মামলায় রুপান্তর হবে। আসামী ধরার জন্য অভিযান চলছে।