রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
আওয়ামী লীগের ডাকা লকডাউন
সারাদেশে গাড়ি চলাচলের ব্যাপারে যা জানালো শ্রমিক ফেডারেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:১৯ PM

চব্বিশ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সারাদেশে সব ধরনের গাড়ি চলবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এই ঘোষণা দেন।

হুমায়ূন কবির খান বলেন, সোমবার সারাদেশের সব ধরনের গাড়ি চলবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করব। আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে, আর যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা নিরলস দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, মানবতাবিরোধী হত্যা মামলার আসামি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে মিলিয়ে দলটি ১৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে লকডাউনের ডাক দেয়। এর লক্ষ্য নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া।

লকডাউন চলাকালে প্রায় ২০টি পরিবহনে অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটে এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে শ্রমিক জুলহাস ড্রাইভারকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ১৮ কোটি মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন বানচালের লক্ষ্যেই ১৬ ও ১৭ নভেম্বর আবারো লকডাউনের ডাক দিয়েছে।

তিনি এসব লকডাউন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক ও গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত