সোমবার ১ ডিসেম্বর ২০২৫ ১৭ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১ ডিসেম্বর ২০২৫
থিংকল্যাব রিসার্চ সোসাইটির আয়োজনে পবিপ্রবিতে বহুমুখী গবেষণা কর্মশালা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:১৪ PM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে থিংকল্যাব রিসার্চ সোসাইটির উদ্যোগে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।

থিংকল্যাব রিসার্চ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে আসতে উৎসাহিত করেন।

আয়োজক সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করা, গবেষণার সুযোগ তৈরি, গবেষণামূলক প্রজেক্টে অংশগ্রহণ বাড়ানো এবং গবেষণা সহজলভ্য করাই এ কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলে উদ্ভিদের ওপর লবণাক্ততার চাপ, সেচকৃত জমিতে পিএফএএস (PFAS) দূষণ অপসারণসহ বিভিন্ন বিষয়ে রিভিউ গবেষণা তৈরি করে। এর মধ্যে মানসম্মত রিভিউ পেপারের উপস্থাপকরা সরাসরি গবেষণা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদ বলেন, “গবেষণাকে পেশা বা উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে সত্য অনুসন্ধানের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। গবেষণা একজন শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতায় এগিয়ে নিতে পারে।”







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত