শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
ইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:১২ PM

জামালপুরের ইসলামপুরে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে ইসলামপুর কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও যুবসমাজ উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু)জিএস  সাঈদ বিন হাবিব।

ইসলামপুর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ,জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, জেলা বায়তুলমাল সম্পাদক এডভোকেট ছামিউল হক, ইসলামপুর নির্বাচনী আসন পরিচালক মাওলানা আমজাদ হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু মুছা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, ইসলামী ছাত্রশিবির, ইসলামপুর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগের ইসলামপুর উপজেলা সভাপতি মোঃ শাহজালালসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সমাবেশে দেশের চলমান পরিস্থিতি, শিক্ষার্থী-যুবকদের ভূমিকা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত