শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
বাঁশখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:১৬ PM
বাঁশখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাঁশখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের হোসাইন শাহ (রহঃ) মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী।

এ সময় দোয়া মাহফিলে বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আতিকুর রহমান ফারুকী, পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক মোস্তাক আহমদ, বিএনপি নেতা চৌধুরী ওয়াহাব, যুবদল নেতা আসিফ, মো. আশেক, আবু ছালেক মুন্না, ছাত্রদল নেতা মোহাম্মদ দিলদার রানা, মো. ওয়াহিদ, মুহাম্মদ আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে লেয়াকত আলী বলেন, 'সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সব সময় আপোষহীন ছিলেন। স্বৈরাচার খুনি হাসিনা তাকে দীর্ঘদিন পরিত্যক্ত কারাগারে বন্দী করে রেখেছিলেন। নানা অসুস্থতার পরও তাকে পুনরায় গৃহবন্দী রাখা হয়। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হলে তিনি মুক্তি পান। আমাদের নেত্রীর উপর এত নির্মম নির্যাতনের পরও তিনি দেশ ও আমাদের মতো নেতাকর্মীদের ছেড়ে যাননি। বেগম জিয়া এদেশের আশা ভরসার প্রতীক। তাঁর সুস্থতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।'

আলোচিত বিএনপি নেতা লেয়াকত আলী আরও বলেন, 'আমি দীর্ঘ ৪১ বছর দলের জন্য নানা নির্যাতন সহ্য করেছি। বহু আন্দোলন সংগ্রাম করেছি। আমি ত্যাগী ও মজলুম। বেশ কয়েকবার কারাবরণ করেছি। এখনো ডজন ডজন মামলার আসামি। দল আমাকে মনোনয়ন বঞ্চিত করে অবমূল্যায়ন করলেও বাঁশখালীর মানুষ ঠিকই আমাকে মূল্যায়ন করবে। আমি কৃষকের ছেলে। তাই দলের কোন সিনিয়র নেতা আমার মামা-চাচা না হওয়ায় মনোনয়ন বঞ্চিত হয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বাঁশখালী থেকে বিপুল ভোটে বিজয়ী হব, ইনশাআল্লাহ।'

তিনি আরও বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকবচ। দেশের এই ক্রান্তিলগ্নে তাকে ভীষণ প্রয়োজন। আজ তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদার জিয়ার জন্য দোয়া করা। এ সময় দেশের সবাইকে দলমত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত