দুর্নীতি, বৈষম্য ও স্বজনপ্রীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণ আজ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তি ইতোমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে, যা দেশের জনগণের প্রত্যাশারই প্রতিফলন।
“সারাদেশে ইসলামী ৮ দলের পক্ষে জনমতের জোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ সৎ নেতৃত্ব চায়, আর ইসলামী দল সে দায়িত্ব পালনে সক্ষম”— সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগে মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অতীতে আওয়ামী লীগের অপপ্রচার আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়া হয়েছিল দাবি করে মাওলানা হালিম বলেন, “বিশ্ববাসী এখন জেনে গেছে, জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল—এজন্যই কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি হবে। ঘুষ, অনিয়ম ও স্বজনপ্রীতির কোনো স্থান থাকবে না।”
নারী ভোটারদের কাছে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিদিন দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন বাড়ছে। কর্মীদের আরও বিনয়ী হতে হবে। চৌদ্দগ্রামের মানুষ ডা. তাহেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল ম্যানেজার ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক উপজেলা আমীর ভিপি শাহাব উদ্দিন, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন।
সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসাইন শামীম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নুরে আলম মিয়াজী, মোঃ আবদুল কাদের, মাওলানা জাফর আহমদ, মাওলানা মফিজুর রহমান, হাফেজ বদিউল আলম, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বাহাদুর হোসাইন, শহীদুল ইসলাম, আবুল কাশেম, মাষ্টার ইউনুছ জামান, মাহমুদুর রহমান স্বপন ও আলমগীর হোসেন। এ ছাড়াও ছাত্রশিবিরের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।
সমাবেশে বিভিন্ন পর্যায়ের জামায়াত–শিবির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।