চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর উদ্যোগে
চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১৮ PM আপডেট: ১৪.১২.২০২৫ ৬:২৩ PM (Visit: 289)

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাহ আলম, রেসিডেন্সিয়াল অফিসার। সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া সহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

সেমিনারে পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডাঃ রথীন্দ্রনাথ সরকার ডেঙ্গু রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ডেঙ্গুর লক্ষণ, চিকিৎসা পদ্ধতি ও প্রতিরোধে করণীয় বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দ্রুত রোগ শনাক্তকরণ ও ভ্যাকসিনেশনের গুরুত্ব নিয়েও তিনি আলোকপাত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দন্ত সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মুখের ক্যান্সার শনাক্ত ও প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পান, তামাক, সুপারি, জর্দা, সাদা পাতা, গুলসহ বিভিন্ন তামাকজাত পণ্য পরিহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি ওরাল হেলথ হাইজিন বজায় রাখা এবং তিন থেকে ছয় মাস অন্তর দন্ত চিকিৎসকের মাধ্যমে মুখ ও দাঁতের নিয়মিত ফলোআপ চেকআপ করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া এনফোর্ডস বাংলাদেশ লিমিটেডের মেডি প্লাস-এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মজনুর রহমান টুথপেস্ট, টুথব্রাশ ও সঠিকভাবে দাঁত ব্রাশ করার নিয়ম সংক্রান্ত পোস্টার উপস্থাপন করেন।

অনুষ্ঠান শেষে মেডি প্লাস-এর পক্ষ থেকে ৩০০ জন নবীন নাবিককে সৌজন্য স্মারক হিসেবে টুথপেস্ট প্রদান করা হয়।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy