মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
রাশিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৪:৫০ PM
রাশিয়ার রাজধানী মস্কোতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন মারা গেছেন।  কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়,  মস্কোর দক্ষিণ-পূর্ব জেলার একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি সংস্থা তদন্ত করছে।

স্থানীয় দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবনটির গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাতের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের পর ২০০ জনের বেশি মানুষকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়।

রুশ বার্তা সংস্থা তাসকে উদ্ধারকারী বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভবনটিতে ফায়ার এলার্ম নষ্ট হওয়ায় অনেকেই আটকা পড়ে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দুর্বল রক্ষণাবেক্ষণ, অবকাঠামোর জন্য রাশিয়ান ভবনগুলো প্রায়ই অগ্নিকাণ্ড ও গ্যাস লিকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত