জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশে লাঠিপেটার পর তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা। মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।
তিনি জাগো নিউজকে বলেন, রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় শাহবাগে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জাবির আহমেদ জুবেলসহ ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক পলাশ সাহা।
-বাবু/ফাতেমা