মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
জাতীয় শোক দিবসে সাংবাদিক ফোরামের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৪:৪০ PM আপডেট: ১৫.০৮.২০২২ ৪:৪৯ PM
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম-এর উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের শীর্ষ নেতা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব ও বাসস-এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, বিএফইউজের মহাসচিব দিপ আজাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি কদ্দুস আফ্রাদ, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম, আশরাফ আলী ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরীসহ অন্যান্য সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা সভার আগে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম, বিএফইউজে, জাতীয় প্রেসক্লাব, ডিইউজে ও বাংলাদেশ সম্পাদক ফোরামসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত