জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
সোমবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার নাজিরগোমানি বিওপিতে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণের করে তিস্তা ব্যাটালিয়ন -২ ( ৬১ বিজিবি)।
এছাড়াও উপজেলার কাশিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করে তিস্তা ব্যাটালিয়ন- ২ (৬১ বিজিবি)।
কর্মসূচির উদ্বোধন করেন লে. কর্ণেল. মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি, অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন -২ (৬১ বিজিবি) । এসময় তিস্তা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. নুরউদ্দিন খান, নাজিরগোমানি বিওপির কমান্ডার সকল সৈনিক এবং স্থানীয় সংবাদকর্মী, পদস্থ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক দেশের সীমান্ত অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আওতায় স্থানীয় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে অত্র ব্যাটালিয়ন।
এছাড়াও গরীব অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বিজিবি।
-বাবু/ফাতেমা