শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ঢাকার আশেপাশের খালগুলো উদ্ধার করা হবে : মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৮:১৮ PM
ঢাকার আশপাশের খালগুলো উদ্ধার করে পরিবেশবান্ধব করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (২৮ আগস্ট) রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা কাজ করছি। অনেক আবাসন প্রকল্প পরিবেশের নীতিমালা মানছেন না। পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যে এলাকায় খেলার মাঠ দেখানো হয়েছে সেগুলো সেখানেই বা অন্য কোনো স্থানে করতে হবে। ঢাকার আশেপাশের খালগুলো উদ্ধার করা হবে এবং পরিবেশবান্ধব করা হবে।

সেমিনারে পরিবেশ দূষণের ফলে জলবায়ু পরিবর্তনে যে ক্ষতি হতে পারে এবং জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশ দূষণ রোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম. শমসের আলী, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুববুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমান, জিইজিআইএসের এক্সুকেটিভ ডিরেক্টর ড. মালিক ফিদা এ খান, স্বাগত বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত