শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ভারত থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ : ওবায়দুল কাদের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৫ PM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। আপাতত যা পাওয়া গেছে তা যথেষ্ট। এখনকার সঙ্কট মোকাবেলায় যা দরকার ভারত থেকে তা পাওয়া যাচ্ছে। 

আজ বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা যা যা চেয়েছি ভারত সব দিয়েছে। শেখ হাসিনা তিস্তার কথা বলতে ভুলে যাননি। পশ্চিমবঙ্গ থেকে কিছুটা আপত্তি আছে। আশা করি, সেটিও হয়ে যাবে। বিএনপির তো না পাওয়ার হতাশা। আমাদের না পাওয়ার হতাশা নেই। আপনারা ভারতের সঙ্গে দেওয়াল তুলেছেন, আমরা সেই দেওয়াল ভেঙে দিয়েছি। কোন দেশের ছিটমহল এতো শান্তিপূর্ণভাবে হয়নি। আপনারা তো ভুলেই যান আসল কথা বলতে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব থাকলে যে সমস্যা সেগুলো সমাধান হবে।

আর পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ড. মোমেনের সফরসঙ্গী হতেই হবে বিষয়টি এমন নয়। পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর তিনি কাজ চালিয়ে যাবেন কি না তা প্রধানমন্ত্রীর বিষয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত