বাংলাদেশ আজ ফুটবলে দু’টি জয় পেয়েছে। শ্রীলঙ্কায় জিতেছে অ-১৭ ফুটবলাররা আর কাঠমান্ডুতে নারী জাতীয় ফুটবল দল। দুই দলই মালদ্বীপকে হারিয়েছে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপকে পরাজিত করে। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন।
৩২-৪০ মিনিটের মধ্যে বাংলাদেশ তিনটি গোল করে। ৩২ মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন জোরালো শট করেন। বক্সের মধ্যে একবার বাউন্স করে বল জালে প্রবেশ করে। মালদ্বীপের গোলরক্ষক ধরতে পারেননি। প্রায় ৪০ গজের দূর থেকে সাবিনা এই জোরালো শট নিয়েছিলেন।
দুই মিনিট পর ডিফেন্ডার মাসুরা পারভীন ম্যাচের ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মধ্যে সংঘবদ্ধ আক্রমণে এক জটলায় বল পান মাসুরা। আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি তিনি।
ছয় মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন আরেকটি গোল করেন। এবার বাংলাদেশের ফরোয়ার্ডের করা জোরালো শট পুরোপুরি গ্রিপে নিতে পারেননি মালদ্বীপের গোলরক্ষক। ফিরতি সুযোগে সাবিনা বল পেয়ে জালে জড়ান। ৩-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ বিরতিতে যায়।
অন্য দিকে একই দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত আগের ম্যাচে ভারত ৪-০ গোলে পাকিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ ও ভারত-পাকিস্তানের গ্রুপে খেলছে।
-বাবু/এসআর