শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
প্রগতি লেখক সংঘের জাতীয় সম্মেলন শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪২ PM
‘ভয়ের মাঝে অভয় বাজাও, সাহসী প্রাণে চিত্ত জাগাও’-এই স্লোগানকে ধারণ করে আগামী ৯ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের চতুর্থ জাতীয় সম্মেলন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হবে। সম্মেলন উদ্বোধন করবেন লেখক ও এমিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও নাট্যজন মামুনূর রশিদ। সম্মেলন উদ্বোধনের পর একটি র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করবে। র‌্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হবে কাউন্সিল অধিবেশন।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু ও সাধারণ সম্পাদক কবি দীপংকর গৌতম বলেন, এমন সময়ে প্রগতি লেখক সংঘ সম্মেলনের ডাক দিয়েছে, যখন দেশে মুক্তবুদ্ধি চর্চায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে নানা ধরনের শেকল পরানোর চেষ্টা চলছে। বদলে ফেলা হয়েছে পাঠ্যবই, গ্রেফতার হয়েছেন লেখকরা।
তারা বলেন, দেশে সৃজনশীল জ্ঞান ও সাহিত্য চর্চায় আছে আরো নানা বাধা। মুক্তবুদ্ধি বিকাশে যে গণতান্ত্রিক রাষ্ট্র আর সমাজকাঠামো দরকার, বাংলাদেশে তা একবারে অনুপস্থিত। লেখক হিসেবে যারা পরিচিত, তারাও তেমন সোচ্চার নন বা বলার কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে। এজন্য প্রগতিশীল শিল্পী-কবি-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাই দেশ, পৃথিবী ও মানুষের অধিকারের প্রশ্নে প্রগতিশীল লেখক-শিল্পীদের এক কাতারে দাঁড়াতে হবে।

সম্মেলন প্রস্তুতি পরিষদ জানিয়েছে, এবারের সম্মেলনে সারাদেশ থেকে ৩ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। সম্মেলনকে শুভেচ্ছা জানিয়ে সর্বভারতীয় প্রগতি লেখক সংঘ, পাকিস্তান ও শ্রীলংকার প্রগতি লেখক সংঘ, নেপালের বাম লেখক মোর্চা ইতোমধ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত