জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে ''রাজ্জাক-শামছুন এওয়ার্ড'' প্রদান করা হয়।পাশাপাশি পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে ১৬তম ব্যাচের নবীন বরণ; ৮ম, ৯ম ও ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান কমিটির আহবায়ক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস।
এছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান করেন উক্ত ট্রাস্টের পক্ষে আইনজীবী জনাব সরোয়ার জাহান।
বাবু/এসএম