বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
জাপানের সহায়তায় মাদক শনাক্তকরণ কিটস পেল ডিএনসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৬ PM
জাপান সরকারের সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) মাদকদ্রব্য ও প্রিকারসর কেমিক্যালস শনাক্তকরণ কিটস হস্তান্তর করেছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কিটস হস্তান্তর করা হয়।

এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা, অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম, পরিচালকরাসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) প্রতিনিধি জুসুয়া আর্টিটি গনজালেস্ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে মাদকের চোরাচালান, অপব্যবহার ও মাদকাসক্ত মোকাবিলায় অধিদপ্তরের চলমান ও ভবিষ্যতে সম্ভাব্য করণীয় পরিকল্পনা সম্পর্কে জাপান রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

এসময় রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। এ সম্পর্ক উত্তরোত্তর উন্নয়ন ঘটেছে।

বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, এর আগে জাপান সরকারের সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নৌ-পথে মাদক পাচার রোধে দুইটি স্পিডবোট দিয়েছিল ইউএনওডিসি।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত