মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কালিহাতীতে সম্প্রসারিত তিনতলা নতুন ভবনের উদ্বোধন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের সম্প্রসারিত তিনতলা নতুন ভবনের শুভ উদ্বোধন ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারিত ওই নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

পরে বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের সভাপতি হাজী চাঁন মাহমুদ পাকির আলীর সভাপতিত্বে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী কম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, সাবেক সদস্য খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল ইসলাম লাভলু ও কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। 

আলোচনা সভাটি সঞ্চালনা করেন, বল্লা করোনেশন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন। 

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত