শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শাহবাগে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:২১ AM
রাজধানীর শাহবাগে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারী মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে আব্দুল গনি সড়কে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের মানুষের কাছ থেকে জানতে পারি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। তিনি ভবঘুরের ছিলেন।

তার পরিচয় এখনও জানা যায়নি উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলে, প্রযুক্তির সহায়তা পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত