রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
রানির মৃত্যুতে বন্ধ হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগও!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৪ PM
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গোটা ব্রিটেনেই নেমে এসেছে শোকের ছায়া। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আজ মাঠে গড়াবে না কোনো ম্যাচ, তাতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টটাও স্থগিত হয়ে গেছে। সেই পথে এবার এগোচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও। রানির মৃত্যুতে বন্ধ হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগও, জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ। নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানির মৃত্যুর পর যুক্তরাজ্য ১০ দিনের শোক পালন করতে যাচ্ছে। এরই প্রভাব পড়তে যাচ্ছে ইংল্যান্ডের ফুটবলেও। ডেইলি মেইল জানাচ্ছে, অন্তত এই সপ্তাহান্তের ফুটবল সূচি স্থগিত হয়ে যাচ্ছে শিগগিরই।

ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, শুক্রবার রাতে চ্যাম্পিয়নশিপে বার্নলি আর নরউইচ সিটির ম্যাচ আর লিগ টুতে ট্রানমেয়ার রোভার্স আর স্টকপোর্ট কাউন্টির ম্যাচটি স্থগিত হয়ে গেছে। শনিবার বিকেলে চেলসি আর ফুলহ্যামের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের আসন্ন রাউন্ড শুরু হওয়ার কথা, সেদিন মাঠে গড়ানোর কথা আরও পাঁচ ম্যাচের। পরের দিন মাঠে গড়ানোর কথা আরও তিন ম্যাচ, এরপরদিন আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রানির মৃত্যুতে সেসব ম্যাচই পড়ে গেছে ধোঁয়াশায়।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এখন অপেক্ষা করছে সরকারি বিবৃতির। যে বিবৃতিতে শোক পালনকালে নির্দেশনা দেওয়া থাকবে।

রানির মৃত্যুতে ইতোমধ্যেই শোক জানিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছে। রানির মৃত্যুতে সারা পৃথিবী শোকে নিমজ্জিত হয়েছে।’

লিগ স্থগিত হওয়ার শঙ্কায় থাকলেও অবশ্য প্রিমিয়ার লিগ ক্লাবগুলো ইউরোপীয় প্রতিযোগিতায় নেমেছিল গত রাতে। রানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যখন, তখনই ইউরোপা লিগের খেলায় মাঠে নেমেছিল আর্সেনাল। বিরতির সময় তারা জানতে পারে রানি এলিজাবেথ আর নেই, এরপর বিরতি থেকে ফিরে রানির সম্মানে এক মিনিট নিরবতা পালন করে ক্লাবটি।

ইউরোপা লিগে গত রাতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। সেই ম্যাচেও এক মিনিট নিরবতা পালন করেছে দলটি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আবার ভিন্নভাবে শ্রদ্ধা জানিয়েছে সদ্যপ্রয়াত রানিকে। ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচে নিজেদের মাঠ লন্ডন স্টেডিয়ামে আবেগ ভরা কণ্ঠে ক্লাবটি গেয়েছে ‘গড সেইভ দ্য কুইন’।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত