বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
শ্রীলঙ্কাকে আরও ৪ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৮ PM
নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে আরও ৪ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার রাজধানী কলম্বোর বাইরে স্থানীয় কৃষক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন ইউএস এইডের প্রশাসক সামান্থা পাওয়ার।

কৃষি মৌসুমে সার ও অন্যান্য উপকরণ কেনার জন্য এই অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে নিম্ন আয় কৃষকদের জন্য ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

বৈদেশিক মুদ্রার সংকটের কারণে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি ও ওষুধপত্রের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য দুষ্প্রাপ্য হয়ে উঠছে। এ ছাড়া সরকার রাসায়নিক সারের নিষিদ্ধ করে জৈব সারে জোর দেয়ার পর কৃষি উৎপাদন কমে গিয়েছে অর্ধেকের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য মতে, শ্রীলঙ্কার ৩০ শতাংশ অর্থাৎ ৬০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। সামান্থা পাওয়ার এ সফরে তাদের জন্য মানবিক সাহায্যের প্রয়োজনীতা তুলে ধরেন। তার মতে, ঘোষিত ৪ কোটি ডলার অন্তত ১০ লাখ কৃষককে পরবর্তী কৃষি মৌসুমে সাহায্য করবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত