লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও দুইজন।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফিজিয়া মাদ্রাসায় সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাস্তার উপর মেরামতের কাজে ব্যবহৃত পাথর স্তূপ করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিহতদের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করছেন।
নিহতরা হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের তসলিম ব্যাপারি বাড়ির মো. সেলিমের ছেলে আরিফ হোসেন (২১), একই বাড়ির মৃত হাফিজ উল্লার ছেলে অটোরিকশা চালক জাকির হোসেন (২৫)। আহত হয়েছেন ওই বাড়ির সুমনের স্ত্রী স্বপ্না আক্তার (২২) ও শিশু কন্যা মিম (৪)। আহত ও নিহতরা একে অপরের আত্নীয়।
জানা যায়, লক্ষ্মীপুর গামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান রাস্তার ওপরে থাকা পাথরের স্তূপের কারণে ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইড দিতে না পারায় চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় স্বপ্না আক্তার ও তার শিশু কন্যা। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা মেরামতের কাজে ব্যবহৃত পাথর যানবাহন চলাচলের রাস্তার ওপর স্তূপ করে রাখায় এ দুর্ঘটনায় দুইজন প্রাণ হারায়। এর আগেও রাস্তার ওপর রাখা বালুর স্তূপের কারণে ওই এলাকায় সম্প্রতি একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবু/এসএম