শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
জবিতে লিফট বন্ধে ভোগান্তিতে শিক্ষার্থীরা
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:০১ PM আপডেট: ১৪.০৯.২০২২ ৭:০৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের লিফট বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে  বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীকে। লিফট বন্ধ থাকায় বিবিএ ভবনের ১৩ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ৩টি লিফটের মধ্যে ২টি লিফট নষ্ট হয়ে আছে। এরমধ্যে গত চার সপ্তাহ ধরে বন্ধ রয়েছে পরিবহন অফিসের সামনের লিফটটি। যার ফলে লিফটের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। চলমান একটি লিফটে বেড়েছে ভীড়। এতে করে যাতায়াত যেমন বিঘ্নিত হচ্ছে, সময়ও লাগছে বেশি। অনেকের ক্লাসরুমে প্রবেশে দেরি হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে সময়মত পৌঁছাতে পারছে না কেউ কেউ। ভীড় হওয়ার কারণে মেয়ে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে বেশি। ভীড়ের মাঝে ধাক্কাধাক্কি সহ্য করতে হচ্ছে তাদের। নিয়মিত ধারণক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থী নেয়ায় লিফট ছিঁড়ে ইতিমধ্যে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের ১৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনটিতে সর্বমোট  চারটি লিফট রয়েছে। এই চারটি লিফটেই প্রতিদিন উঠা-নামা করেন প্রায় দশ হাজার শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী । এর মধ্যে ১টি লিফট শুধুমাত্র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য এবং বাকি ৩টি লিফট দিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীসহ সবাই উঠানামা করে থাকেন। মাঝেমধ্যে দেখা যায় একটি কিংবা দুইটি লিফট বেশিরভাগ সময় অকেজো হয়ে পড়ে থাকে।

এছাড়াও, প্রতিদিনই লিফটের সামনে লেগে থাকে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। এতে একজন শিক্ষার্থী ১০ থেকে ১৫ মিনিট দাঁড়িয়ে থেকেও লিফটে উঠতে পারেন না বলে ক্লাসে যেতে বিলম্ব হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিবিএ ভবনে প্রতিদিন যাতায়াত করা শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য ব্যক্তিরা।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেকটি লিফটের ধারণক্ষমতা প্রায় ৮০০-১০০০ কেজি। একবারে একটি লিফটে সর্বোচ্চ ১৫-১৬ জন উঠতে বা নামতে পারে। তারমধ্যে ১ নম্বর লিফটটি শুধুমাত্র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্যে বরাদ্দ হলেও লিফটটি মাত্র ৬ তলা পর্যন্ত উঠা-নামা করতে পারে। ফলে প্রায় সময় ২, ৩ ও ৪ নম্বর লিফটে শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য হয়ে ব্যবহার করতে হয়। তবে বর্তমানে ৩ ও ৪ নম্বর লিফটটি যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ থাকায় ভোগান্তির পরিমাণ আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। 

বিবিএ ভবনে ক্লাস করা শিক্ষার্থীরা বলেন,এত বড় একটা ভবনে সামান্য দুই-তিনটা লিফট আছে তাও আবার বেশিরভাগ সময়ে নষ্ট হয়ে পড়ে থাকে। এদিকে লিফটের স্বল্পতার জন্য আমাদের নিয়মিত ক্লাসরুমে যেতে দেরি হয় এবং পরবর্তীতে অনেক শিক্ষকের ক্লাসে আমরা প্রবেশ করতে পারি না। এ ভবনের লিফটের সমস্যা দীর্ঘদিনের কেউ যেন দেখে না দেখার অভিনয় করছে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, আমরা প্রায় সময় দেখি লিফটগুলো বন্ধ রেখে ইঞ্জিনিয়ারিং দপ্তরের কয়েকজন লোক কাজ করছে কিন্তু তারা কি কাজ করছে সেটাই বুঝতে পারছি না। যদি কাজ করে থাকে তাহলে তো এতদিনে এ সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখুনি জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে  কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় লিফটে এত বিড়ম্বনা এবং ভোগান্তি পোহাতে হবে শিক্ষার্থীদের এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাবিদ ইফতেখার বলেন, লিফট বন্ধ থাকায় আমাদের সিঁড়ি দিয়ে ১০ তলায় উঠতে হয় যা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। প্রতিদিনই দুটা লিফট বন্ধ থাকায় বাকি একমাত্র লিফটের সামনে একসাথে অনেক শিক্ষার্থী জড়ো হয়। এজন্য আমরা বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে সঠিক সময়ে পৌঁছাতে পারি না এবং অনেক সময় ক্লাস মিস হয়ে যায়। আশা করছি যত দ্রুত সম্ভব প্রশাসন এই সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করবে।

লিফট নিয়ে আরেক শিক্ষার্থী রানা হোসেন সাগর বলেন, লিফটের এই করুণ দশার কারনে আমাদের লিফট ব্যবহার করতে ভয় হয়। আমরা সবসময় আতঙ্কে থাকি কখন কি হয়ে যায়। প্রশাসনের কাছে আমাদের একটাই চাওয়া যত দ্রুত সম্ভব লিফটগুলো মেরামত করে যেন শিক্ষার্থীদের চলাচল উপযোগী করে তুলে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বাংলাদেশ বুলেটিনকে বলেন, কয়েকদিন ধরে লিফটগুলোতে সমস্যা হচ্ছে কিন্তু কি কারনে হচ্ছে আমরা তা বলতে পারছি না। একজন টেকনিশিয়ান এ মুহুর্তে কাজ করছে আশাকরি দ্রুত সময়ে আমরা সবকিছু ঠিক হয়ে যাবে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত