কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষার ফলে মেধা তালিকায় ৩ হাজার ২৩০ জনকে রাখা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০টি কেন্দ্রে একযোগে ওইদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধা তালিকার বাইরে মুক্তিযোদ্ধা, উপজাতি/আদিবাসীসহ বিভিন্ন কোটায় রাখা হয়েছে ২৬৬ জনকে। আর কোটা বাদে অপেক্ষমাণ রাখা হয়েছে ৬ হাজার ৪৬০ জনকে। মুক্তিযোদ্ধা, উপজাতি/আদিবাসীসহ বিভিন্ন কোটায় অপেক্ষমাণ আছেন ৩৫৭ জন।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত সমন্বিত এ ভর্তি পরীক্ষায় এ বছর নেতৃত্ব দিয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
-বাবু/এসআর