বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
সড়ক দুর্ঘটনার কবলে জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৭ AM
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন। খারকিভের পুনরুদ্ধার করা শহর ইজিয়াম পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার কিয়েভে ফিরছিলেন জেলেনস্কি। পথে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন। তবে তিনি গুরুতর আহত হননি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ। তিনি জানান, একটি গাড়ির সঙ্গে ভলোদিমির জেলেনস্কির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তবে আঘাত তেমন গুরুতর নয়। আহত জেলেনস্কিকে  হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই টেলিভিশনে প্রচারিত ভাষণে জেলেনস্কি বলেন, ‘খারকিভের আশেপাশের এলাকা থেকে মাত্র ফিরে এসেছি। পুরো অঞ্চল এখন দখলমুক্ত। এটি আমাদের একটি নজিরবিহীন অর্জন। রুশ সেনাদের হটিয়ে দিতে পেরেছে আমাদের সেনারা।

সূত্র- সিএনএন, এনডিটিভি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত