রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
রায়পুরে সাংবাদিক ক্লাবের অভিষেক সম্পন্ন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ AM
রায়পুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণের সমন্বয়ে গঠিত “রায়পুর সাংবাদিক” ক্লাবের প্রথম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুর পৌর শহরের ক্যাপটেন ফুড চাইনিজ রেষ্টুরেন্টে এক অনাড়াম্বর আয়োজনের মধ্যে দিয়ে ক্লাবের প্রথম অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়, এসময় উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান মুন্সি, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আবুসাঈদ জুটন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, ৫নং চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য এম, এ রহিম, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এম, আর সুমনসহ আরও বিশিষ্ট ব্যক্তি বর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মো.আজম।

উল্লেখ্য, চলতি (২০২২ খ্রিঃ) বছরের প্রথম দিকে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১১ জন সদস্য নিয়ে রায়পুরে প্রথম সাংবাদিক ক্লাবের শুভ সূচনা হয়।

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত