বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
বন্যার পর পাকিস্তানে এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৭ AM
ভয়াবহ বন্যার পর এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে পাকিস্তানি। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ বিষয়ে সতর্কতা জারি করেছেন।

মধ্য জুনে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে প্রায় ১৫০০ মানুষ। এখনও দেশটির বন্যাকবলিত এলাকাগুলোতে চলছে উদ্ধার অভিযান।

এরইমধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে।

অনেক বাস্তুচ্যুত পরিবার জলাবদ্ধ এলাকায় বাস করছেন। ফলে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়ছে। 

এখন পর্যন্ত বন্যাকবলিত সিন্ধু প্রদেশে তিন হাজার ৮৩০ ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছে, এদের মধ্যে মারা গেছে অন্তত ৯ জন। তবে এই সংখ্যা দ্রুতই বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা।

পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘সিন্ধের সার্বিক পরিস্থিতি খুব খারাপ। আমরা পুরো প্রদেশেই মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি।’

সূত্র: বিবিসি

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত