ঢাকার কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, সূত্রাপুর ও মুন্সিগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী ও ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
এদের মধ্যে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন (৩১), মোঃ জিসান (২২) ও মোঃ সাব্বির (১৯) নামের তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও একইদিন রাজধানীর সূত্রাপুর থানাধীন সদর ঘাট এলাকায় অপর একটি অভিযান চালিয়ে মোঃ স্বপন বেপারী (৫৫), মোঃ রাসেল (৪৮) ও মোঃ আল আমিন (২৩) নামের তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের চাকু ও ১টি এন্টিকাটার উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন তিন দোকান বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক চুরানব্বই হাজার দুইশত টাকা মূল্যের ৩১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুকু শেখ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়াও একইদিন রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন খোলামোড়া ঘাট এলাকায় অপর একটি অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন,
মোঃ সাব্বির হোসেন (২১) ও মোঃ সাগর মিয়া (২২)। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের চাকু উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জে (র্যাব-১০) মিডিয়াসেল। র্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
বাবু/জাহিদ