মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রানিকে খুব মিস করবো: জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫১ PM আপডেট: ১৯.০৯.২০২২ ১২:৫২ PM
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডোও প্রধানমন্ত্রী ছিলেন। সেই সুবাদে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শৈশবেই দেখা হয়েছিল জাস্টিন ট্রুডোর। পরে প্রধানমন্ত্রী হিসেবে রানির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে তার। রানির সঙ্গে তার সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। রানির শেষকৃত্যে অংশ নিতে সস্ত্রীক জাস্টিন ট্রুডো এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন।

বিবিসি রেডিও ফোরকে ট্রুডো বলেছেন, ‌‌‘আমি রানিকে খুব মিস করবো। তিনি নেই এখনো বিশ্বাস করা কঠিন। লন্ডনে এসেছি কিন্তু তার সঙ্গে দেখা হবে না এ বিষয় মেনে নিতে কষ্ট হচ্ছে’।

জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘গত সাত বছরে আমরা সম্পর্কটা যতটা এগিয়ে নিতে পেরেছি, তা অসাধারণ। কানাডার পরিস্থিতি নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা হতো। বৈশ্বিক নানা বিষয় সম্পর্কে বাস্তব, গভীর, চিন্তাশীল আলোচনাও হয়েছে রানির সঙ্গে। ইউক্রেনের পরিস্থিতি হোক বা বৈশ্বিক দক্ষিণের নানা চ্যালেঞ্জ হোক কিংবা জলবায়ু পরিবর্তন; ইতিহাসের আলোকে রানি দ্বিতীয় এলিজাবেথের চিন্তাশীলতা, দৃষ্টিভঙ্গি সবসময়ই অসাধারণ মূল্যবান ছিল’।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত