কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব। র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, টেকনাফের দমদমিয়া এলাকার নাফনদীর পাড়ে মাদক চোরাকারবারিরা র্যাবের একটি আভিযানিক দলের উপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক কারবারি আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে টেকনাফ পৌরসভার লামার বাজার খায়ুকখালী খালের নতুন ব্রিজের নিচে আরও একজনের মরদেহ ভেসে আসছে। তার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
-বাবু/এ.এস