বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
হামলায় আহত ছাত্রদল নেতার বাবা-মাকে দেখতে হাসপাতালে রিজভী
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ২:০৪ PM
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানকে না পেয়ে তার বাবা-মার ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি দাবি করেন, মাসুদুর রহমানের পরিবারের ওপর গতকাল ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তারা লুটপাটও করেছে। এটি সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) উত্তরায় নস্ট্রাম হাসপাতালে মাসুদুর রহমানের আহত বাবা-মাকে দেখতে গিয়ে রিজভী এসব কথা বলেন। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ছাত্রদল নেতার বাবা-মার ওপর হামলা সব নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে।

সরকার দেশজুড়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায় বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, কিন্তু তাদের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। জুলুম-নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না।

হামলা-মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না মন্তব্য করে এই নেতা বলেন, যেখানেই হামলা হবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত