হাজারো তরুণীর হৃদয় ভেঙে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী আতিক ডালিম। গত শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ঢালি বাড়ী রোডে “দ্যা ঢালি দরবার” ভেন্যুতে আরবি আক্তার এনির সঙ্গে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঝমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ড সংগীতশিল্পী হাসান, জনপ্রিয় চলচিত্র অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক নিরব, ইমন, আমান, চিত্রনায়িকা শিরীন শিলা, গায়িকা কর্ণিয়া, রেশমি মির্জাসহ আরো অনেক গুণীজন। সংগীতশিল্পী আতিক ডালিম তার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি তার সংগীত জীবনে আগের চেয়ে বেশি মনোনিবেশ করবেন বলে জানান।
উল্লেখ্য, আতিক ডালিম বিয়ে ভীতিতে ভুগছিলেন, বিয়ের পর সংগীত ক্যারিয়ারের ক্ষতি হবে কী না এটি নিয়ে চিন্তিত ছিলেন। পূর্বের এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিলো যে আতিক ডালিম বিয়ে করবেন কবে। তার উত্তর ছিলো যে আমার দেহ আমার মন শাসন করবে অন্যজন...মুচকি হেসে..আরো বলেন যে, দাগ থেকে যদি নতুন কিছু হয় তাহলে দাগই ভালো।
বিয়ে নিয়ে এমন পিছপা হওয়া মানুষটার জীবনে ঘটক হিসেবে আবির্ভূত হন তারই বন্ধু শামীম ও তার স্ত্রী খালেদা। তাদের অক্লান্ত পরিশ্রম শেষ পর্যন্ত তাকে বিয়ের পিড়িতে বসিয়েই ছাড়েন। তাই আতিক ডালিম তাদের কৃতজ্ঞতা জানান। আতিক ডালিম আধুনিক গান করতে পছন্দ করেন। গত রোযার ঈদে "নীলিমার গান" ইউটিউব চ্যানেল থেকে তার এবং নীলিমার গাওয়া “আমার আকাশ জুড়ে তুমি” গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন আতিক ডালিম নিজেই।
-বাবু/এ.এস