মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
অসহায়-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ
ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৬ AM
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক 'অসহায়-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি' অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী' উপলক্ষে দুঃস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ ও শাখা সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্যাম্পাসের দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিটি বেলা দুইটায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, এস এ এইচ ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, সহ-সভাপতি নুর মোহাম্মদ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক শ্যামলী খাতুন, সহ- সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক খায়রুজ্জামান খান সানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুমায়রা আন্জুম অন্তু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোছা. মাহফুজা খাতুন লিমা ও সম্পাদকীয় পর্ষদ সদস্য রুখসানা খাতুন ইতি।

এ সম্পর্কে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, 'আমরা সবসময়ই গতানুগতিক ধারায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকলেও এবারের উৎযাপনটা ভিন্নভাবে করেছি। মূলত লেখক ফোরাম লেখালেখির পাশাপাশি সমাজের অসহায়, দুঃস্থ মানুষের জন্যও কাজ করে থাকে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যারা অসহায় ও দুঃস্থ ঠিকমত একবেলা খাবার খেতে পারেন না, তাদের মুখে একবেলা খাবার তুলে দিয়ে মুখে হাসি ফোটানোর জন্যই এবার দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে'।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর তিনবারের 'বর্ষসেরা' শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত