বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
শখ পূরণে তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কেটে পালিয়ে বেড়াতে হচ্ছে পুলিশের হাত থেকে
আন্তর্জাকিত ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৫ PM
জন্মদিন মানেই বিশেষ কিছু। আর তাই বিশেষ এই দিনটি অনেকেই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পালন করেন। এখন তো জন্মদিন মানেই কেক কাটা অন্যতম রীতিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, জন্মদিন মানেই হই-হুল্লোড়, পার্টি আর গান-বাজনাসহ অনেক কিছু।

কিন্তু ভারতের মুম্বাইয়ে জন্মদিনের দিন এমন এক ঘটনা ঘটলো যা সত্যিই অবাক করে দিয়েছে অনেককে। কী সেই ঘটনা? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ১৭ বছরের এক কিশোর তার জন্মদিনের কেক কাটছে তলোয়ার দিয়ে।

মুম্বাইয়ের বোরিভালিতে এই ঘটনা ঘটেছে। গত ১৯ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিকের ছুরিতেই কাজ হলেও ১৭ বছর বয়সী এক ভারতীয় কিশোরের শখ হয়েছিল, সে জন্মদিনের কেক কাটবে তলোয়ার দিয়ে। আর সেই শখ পূরণ করে আপাতত পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে তাকে।

সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করে ওই কিশোর। তবে বাড়িতে নয়। জন্মদিন পালনের জায়গা হিসাবে বেছে নেওয়া হয় মুম্বাইয়ের ব্যস্ত একটি রাস্তা। পথচারীদের সামনেই নিজের নামাঙ্কিত ২০টি কেক কাটে ওই কিশোর। আর তার হাতে ছিল ইস্পাতের লম্বা তলোয়ার। সেই তলোয়ার দিয়েই ২০টি কেক কাটা হয়।

শুক্রবারের এই ঘটনার একটি ভিডিও দু’দিন পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি মুম্বাই পুলিশের নজরেও আসে। ভিডিও দেখে স্বতঃপ্রণোদিত হয়ে ওই কিশোরের বিরুদ্ধে মামলা করে পুলিশ। অস্ত্র আইনে দায়ের হয় অভিযোগ।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টেবিলে রাখা ২০-২১টি কেক ওই কিশোর তলোয়ার দিয়ে কাটছে। পেছনে তার বন্ধুরা তাকে হাততালি দিয়ে উৎসাহিত করছে। এই ভিডিও একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছড়িয়ে পড়ে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের বোরিভালি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে মুম্বাই পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, এই অদ্ভুত জন্মদিন পালনের ভিডিও এক সাংবাদিক মুম্বাই পুলিশের টুইটার হ্যান্ডেলে গিয়ে পোস্ট করার পর ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘‌শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এক কিশোর এই অপরাধ করে। টেবিলে রাখা কেকের সামনে ওই কিশোরকে ঘিরে দাঁড়িয়েছিল সব বন্ধুরা।’

তবে অভিযোগ দায়ের হলেও ওই কিশোরকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটির পর থেকেই সে নিখোঁজ। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।

মুম্বাইয়ে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও গত জানুয়ারিতে তলোয়ার দিয়ে কেক কাটার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। সাম্প্রতিক ঘটনাটিতে পুলিশ ওই কিশোরের বিরুদ্ধে বেআইনি ভাবে অস্ত্র রাখা এবং প্রকাশ্যে তা প্রদর্শন করে ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছে।

-বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত