মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কম্বোডিয়া-জয়ের পর নেপালের পথে জামালরা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৬ PM
রাকিব হোসেনের দারুণ এক গোলে কম্বোডিয়ার মাটিতে গতকাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এরপরই জামাল ভূঁইয়ার দল রওয়ানা দিয়েছে নেপালের উদ্দেশে। সেই যাত্রার মাঝপথে এখন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা আছেন কুয়ালালামপুরের ট্রানজিটে। কুয়ালালামপুরে সাড়ে তিন ঘণ্টার ট্রানজিট কাটিয়ে বাংলাদেশ সময় বিকেল চারটায় কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবে। 

বাংলাদেশ দল ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ খেলার জন্য আজ সকালে কম্বোডিয়া থেকে কাঠমান্ডু রওনা হয়েছে দল। 
গতকাল বাংলাদেশ কম্বোডিয়ায় ১-০ গোলে জয়লাভ করেছে। সেই ম্যাচ জয়ের পর অধিনায়ক জামাল ভূঁইয়া কাঠমান্ডুতেও জিততে চান, ‘আমরা সবাই কালকের জয়ে খুশি। এখন নেপাল যাওয়ার পথে মালয়েশিয়া রয়েছি। আশা করি নেপালেও আমরা জয় পাব।’ 

কম্বোডিয়ার বিপক্ষে জয় এসেছে যার গোলে, সেই রাকিবের অভিষেক হয় ২০১৯ সালে বিশ্বকাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে ম্যাচে। গত তিন বছরে অনেক ম্যাচই খেলেছেন তিনি। তবে বাংলাদেশ জাতীয় দলের এই উইঙ্গার গোল করতে পারেননি। কাল করলেন প্রথম গোলটা, সেটাই জয় পাইয়ে দিয়েছে বাংলাদেশকে। এমন আনন্দের উপলক্ষ ভবিষ্যতেও এনে দিতে চান বাংলাদেশকে, জানালেন রাকিব। বললেন, ‘দলকে জেতাতে পেরে ভালো লাগছে৷ সামনেও গোলের ধারাবাহিকতা রাখতে চাই।’

-বাবু/ফাতেমা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত