মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
প্রতিবাদে শিক্ষিকার মাথা ন্যাড়া
ছাত্রীরা ফ্রেঞ্চ বেণি করে ছবি তোলায় মারলেন হেডমাস্টার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫১ PM আপডেট: ২৩.০৯.২০২২ ৩:৫৮ PM
অক্লান্ত পরিশ্রম করে খেলার জন্য নিজ স্কুলের মেয়েদের প্রস্তুত করেছিলেন চট্টগ্রামের এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জাহিদা পারভীন। কিন্তু ছাত্রীদের মাঠে নামানোর আগের দিন স্কুলের কাবাডি খেলোয়াড় ছাত্রীরা ফ্রেঞ্চ বেণি করে ছবি তোলায় এবং মাঠে খেলতে যাওয়ার অপরাধে। স্কুলেরই হেডমাস্টার মেয়েদের চুল ধরে মারা ও বকাঝকা করার অভিযোগ উঠেছে৷ হেডমাস্টার এমন কাণ্ডের প্রতিবাদে স্কুল শিক্ষিকা নিজের মাথা ন্যাড়া করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়।

চলতি মাসের ৭ তারিখ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজারস্থ এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মারধর ও বকা দেয়ার ঘটনা ঘটে। আর এসব অভিযোগ স্কুলেরই প্রধান শিক্ষক নিপা চৌধুরীর বিরুদ্ধে, যদিও নিপা চৌধুরী গণাধ্যমের কাছে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। 

শিক্ষিকা আক্ষেপ করে জানিয়েছেন, এতো কিছুর পরো মেয়েদের খেলার মাঠে খেলতে নামার অনুমতি দেয়া হয়নি। জানা গেছে, সিডিএ'র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের দাদা'র নামে প্রতিষ্ঠিত স্কুলটির পরিচালনা কমিটির সভাপতিও তিনি নিজে৷ তবে এই বিষয়ে তার কাছে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

ছাত্রীদের সাথে এমন আচরণের প্রতিবাদে গত ১৪ সেপ্টেম্বর নিজের মাথা ন্যাড়া করেন স্কুল শিক্ষিকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত বৃহস্পতিবার রাতে স্কুল শিক্ষিকা জাহিদা পারভীন তার ব্যক্তিগত আইডি থেকে নিজের মাথা ন্যাড়া করা ছবি পোস্ট করেন । স্টাটাসে তিনি লেখেন, ‘স্কুলের মেয়েদের মাসখানেক কষ্ট করে খেলা শিখিয়ে মাঠে নিতে যাওয়ার আগের দিন তাদের ফ্রেঞ্চ বেণি করে ছবি তোলা ও খেলতে যাওয়ার অপরাধে আমার স্কুলের হেডমাস্টার মেয়েদের চুল ধরে মারা ও বকার প্রতিবাদে নিজের মাথার চুল ফেলে দিয়েছি। খুব কি খারাপ দেখা যাচ্ছে?

আমার মেয়েরা খেলার মাঠে খেলতে নামার অনুমতি পায়নি। স্কুলের সভাপতি আবার বর্তমানে চট্টগ্রামের সিডিএর চেয়ারম্যান এবং স্কুলটি উনার বড় আব্বার নামে।’

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত