রাজনীতির মাঠ, মঞ্চের অভিনয় থেকে বেশ কিছুদিন হল ক্যামেরার সামনে অভিনয় করছেন কাওসার আহম্মেদ রিপন। রাজবাড়ীর সদর উপজেলার পদ্মা পাড় ঘেঁষা গোদার বাজার এলাকার সন্তান রিপন।
অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার নেশায় রাজনীতির সঙ্গে সঙ্গে ৬ বছর ধরে চালিয়ে যাচ্ছেন মঞ্চে অভিনয়। ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল কাজ করবেন ক্যামেরার সামনে। এজন্যে দীর্ঘদিন ধরে ইউটিউবে বিভিন্ন কন্টেন্টে কাজও করেছেন তিনি।
ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি পরিচালিত ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের তরুণ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা বিভাগে প্রথম পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটি’ নাটকের প্রধান চরিত্রের মধ্যে দিয়ে প্রথমবারের মত ছোট পর্দায় কাজ শুরু করেছিলেন এই অভিনেতা। নাটকটি এখন পর্যন্ত দেশ ও দেশের বাহিরে বেশ কয়েকটি ফেস্টিভ্যালে প্রচারিত হয়ে পুরস্কার জিতে নিয়েছে। এরপরে কাজ করেছেন, টিভিসি-ওভিসি এবং ফিকশনে।
রিপন বলেন, সবার জীবনেই একটা লক্ষ্য থাকে বড় হয়ে সে কি হবে? আমিও এর ব্যতিক্রম ছিলাম না। ছোটবেলায় স্বপ্ন দেখতাম বড় হয়ে একজন শুদ্ধ অভিনেতা হব। এ স্বপ্নকেই এখন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
কাওসার আহম্মেদ রিপন বলেন, মিডিয়াতে কাজ করার ইচ্ছেটা ছোটবেলা থেকেই। ছোটবেলায় বারবার মা’কে বলতাম ‘আমি বড় হলে একজন অভিনেতা হব, এখনো প্রতিদিনই বলি। কিন্তু এখন আমি সিনেমা নিয়ে একটা পরিবর্তনের স্বপ্ন দেখি যে পরিবর্তন আমাদের দেশ এবং সমাজকে একটা সাম্যের সমাজ গড়তে সহযোগিতা করবে।
এ অভিনেতা বলেন, বিনোদন মানুষের মনের খোরাক। আর অভিনয় হলো বিনোদনের অন্যতম একটি অংশ। আমি একজন ভালোমানের অভিনেতা হতে চাই। আর একজন ভালোমানের অভিনেতাই পারে দর্শকদের নতুন কিছু উপহার দিতে এবং মানুষকে নতুন করে ভাবাতে। তাই আমি সেলিব্রেটি নই, ভালোমানের অভিনেতা হওয়ার লক্ষ্যে অভিনয় করছি। আমার এ পথচলা যেন সুদৃঢ় হয়, এজন্য আমি সকলের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করছি।
-বাবু/এ.এস