রবিবার ৩ আগস্ট ২০২৫ ১৯ শ্রাবণ ১৪৩২
রবিবার ৩ আগস্ট ২০২৫
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ২:১৮ PM
আগামী মাসে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরো এক ধাপ বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশ দলের জন্য। অক্টোবরের শুরুতেই নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিকদের মধ্যে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। এবার সেই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়োজক দেশটি। যেখানে সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর পর্দা উঠবে এই সিরিজের। যথারীতি  ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। এরপর ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। এরপর আবারো ১২ অক্টোবরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।

এরপর ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। সিরিজে সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল, ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। ফাইনালসহ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল নিউজিল্যান্ড থেকেই উড়াল দেবে অস্ট্রেলিয়াতে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত