গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্থর করা হয়েছে। রোববার (২৫সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার জানান, উপজেলা, ইউনিয়ন, গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০মিঃ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নাগরী ইউপি হেডকোয়ার্টার নিউ নাওটানা ভায়া পেট্রোবাংলা কেটুন রাস্তায় ২০মিঃ গার্ডার ব্রীজ নির্মাণ বাস্তবায়নে করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কালীগঞ্জ উপজেলা এলজিইডি। এর ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। যার প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৮৭৮ টাকা।
এ সময় অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো.আসসাদিকজামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস