সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫০ AM
দুর্গাপূজা উৎসব উদযাপনের তাৎপর্য আরও ভালোভাবে বোঝার জন্য বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় জাতিসংঘের ঢাকা অফিস।

জাতিসংঘের ঢাকা অফিস জানায়, আন্তর্জাতিক শান্তি দিবস (২১ সেপ্টেম্বর) উদযাপনের ধারাবাহিকতায় জাতিসংঘের আবাসিক দূতের সঙ্গে ইউনেস্কোর অফিসার ইনচার্জ ড. সুসান ভাইজ এবং ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান নগুয়েনও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান।

গত বছরের দুর্গাপূজা দুর্ভাগ্যবশত সহিংসতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক সমন্বয়কারীর মন্দিরে যাওয়ার লক্ষ্য ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা এবং এ বছর শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের প্রত্যাশা।

ঢাকেশ্বরী মন্দিরে গেলে গোয়েন লুইসকে অভ্যর্থনা জানানো হয়। এসময় তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

-বাবু/এসআর




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত