হৃদ্রোগে আক্রান্ত হয়ে পাকিস্তানি পেসার শাহজাদ আজম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি ইসলামাবাদের হয়ে খেলতেন।
শাহজাদের মৃত্যুর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ ফারহান নিসার। তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘শাহজাদ আজম। ইসলামাবাদের ৩৬ বছর বয়সী ফাস্ট বোলার হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ সকালে মারা গেছেন।’
নিসার আরও জানিয়েছেন, শাহজাদ ব্যক্তি হিসেবে খুবই অসাধারণ এবং মানসম্পন্ন পেসার ছিলেন। তিনি ৯৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৩৮৮ উইকেট।
শাহজাদের অকালমৃত্যুতে শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ও শান মাসুদরা।
উল্লেখ্য, কয়েক দিন আগে ম্যাচ চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান পাকিস্তানের আরেক স্থানীয় ক্রিকেটার উসমান শিনওয়ারি।
-বাবু/এ.এস