বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ওরা সারাজীবনের জন্য রাশিয়ান হয়ে গেছে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১২:২৯ AM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানেস্ককে রাশিয়ার সঙ্গে যুক্ত করে ডিক্রি জারি করেন।

তিনি ডিক্রি জারি করার আগে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে বলেন, এসব অঞ্চল ও সেখানে বসবাস করা সাধারণ মানুষ সারাজীবনের জন্য রাশিয়ার অংশ হয়ে গেছে।

তিনি বলেন, আমি ইউক্রেন ও তাদের পশ্চিমা প্রভুদের শোনাতে চাই, সবাই মনে রাখার জন্য। দোনেৎস্ক, লুহানেস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ার মানুষ সারাজীবনের জন্য আমাদের নাগরিক হয়ে গেছে।

তিনি আরও বলেন, নিজের আসল পরিচয়ে ফেরার চেয়ে বড় কোনো কিছু আর নেই। এরপর ইউক্রেনের উদ্দেশে পুতিন বলেন, আলোচনার টেবিলে আসুন। যুদ্ধ বন্ধ করুন। 

তবে যে চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট করে বলে দিয়েছেন পুতিন।

এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা আলোচনা করব। কিন্তু আমরা মানুষের পছন্দ নিয়ে কোনো আলোচনা করব না। এটি সিদ্ধান্ত হয়ে গেছে। রাশিয়া এ নিয়ে বেঈমানি করবে না। 

সূত্র: সিএনএন

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত