শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৮:০২ PM আপডেট: ০১.১০.২০২২ ৮:০৫ PM
কেবল এই দেশেই নয় পৃথিবীজুড়েই তারকাদের জীবনে ঝড় এসেছে। এতে কেউ হারিয়েছেন দিশা, কেউ পেয়েছেন রঙিন দুনিয়ার নেশা। শাকিব খানও পা বাড়িয়েছেন একই পথে। এক সময়ের মাসুদ রানা হয়ে ওঠেন চলচ্চিত্রের শাকিব খান। ১৯৯৯ সালে ‘অন্তত ভালোবাসা’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন  তিনি।

এরপর সময়ের পরিক্রমায় নায়ক মান্না মারা যাওয়ার পর গণমাধ্যমে ‘সুপারস্টার’, ‘কিং খান’ ও ‘ঢালিউড কিং’ হিসাবে পরিচিতি পান। শাকিব বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।  দেশবরেণ্য নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত শাকিব খানের হিট চলচ্চিত্র ‘সবাই তো সুখী হতে চায়’। এর পর শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ২০১০ সালে নির্মাতা জাকির হোসেন রাজু ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিটি নির্মাণ করেন।

ত্রিভুজ প্রেমের গল্প নির্ভর ছবিটি শাকিব খানকে অন্য এক উচ্চতায় নিয়ে  আসে। সেই ত্রিভুজ প্রেমের সিনেমাকে বাস্তব জীবনে রূপ দিয়েছে ‘কিং খান’ খ্যাত এই নায়ক। দেখা যায়, শাকিবকে ভালোবেসে ঘর বাঁধতে পারেননি ঢালিউড কুইন অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালে শামিম আহমেদ রনির ‘বসগীরি’ ছবির মাধ্যমে শবনম বুবলির সঙ্গে জুটি গড়েন  শাকিব খান।  শোনা গেছে, তখন থেকেই দুজনের হৃদয়ের লেনাদেনা শুরু হয়। প্রেমের জলে ডুবে বহুদুর গড়িয়ে  সেই একই চিত্রনাট্য।  শেষমেষ শাকিবকে ভালোবেসে স্থায়ী ঘর বাঁধতে পারবেন কী শবনব বুবলী? সেই প্রশ্নে উত্তর ভবিষ্যতেই বলে দিবে। তবে এখন পর্যন্ত তাদের রসায়ন খুব ভালো যাচ্ছে না বলেই আভাস মিলছে। এদিকে কথিত আছে আরেক নবাগত নায়িকা পূজা চেরীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বুবলী। শাকিবের বাসায় সেই বিবাদে বুবলী আক্রমণ করে বসেন পূজাকে। এর পথ ধরে ফেসবুকে বেবী বাম্পের ছবি পোষ্ট করার সূত্র ধরেই আজকের উত্তেজনাকর পরিস্থিতি। শাকিবের  ক্যারিয়ার পড়ে হুমকির মুখে।
 
গত কয়েক বছর থেকে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা শাকিব খান। অপু বিশ্বাসের সাথে লুকোচুরি প্রেম, বিয়ে ও সন্তান পরবর্তী সময় সামনে আসেন শবনম বুবলি। সেই পথ ধরে গতকাল খবর ছড়িয়ে পড়ে তাদেরও সন্তান জন্মের কথা। গণমাধ্যমে এমন খবরে শেষ পর্যন্ত দুইজনই বাধ্য হন ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যম সন্তানের ছবি প্রকাশ করতে। বলা হয়ে থাকে এবারো ঠিক বাধ্য হয়ে শাকিব খান বুবলির গর্ভের সন্তানের বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। এরপর সারাদেশ আলোড়িত হয়। নানা তির্যক বাক্যে ক্ষতবিক্ষত হন শাকিব খান। ভক্তরা হতাশ হয়ে পড়েন এমন চাঞ্চল্যকর খবরে। তার ক্যারিয়ারে ছন্দপতন শুরু হওয়ার আভাসও দিতে থাকেন চলচ্চিত্র সংম্লিষ্টরা। তারা বলেন, ‘আর যাই হোক এভাবে কেউ বেশি সময় টিকে থাকতে পারে না। হয়তো ক্যারিয়ারে তার পতনের সূচনা হলো এভাবেই।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত