শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সিরাজগঞ্জে ফাঁকা বাড়িতে মিলল মা ও দুই ছেলের মরদেহ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৭:৩৮ PM আপডেট: ০১.১০.২০২২ ৭:৪২ PM
সিরাজগঞ্জে ফাঁকা বাড়িতে মিলল মা ও দুই ছেলের মরদেহ বেলকুচি উপজেলার একটি বাড়িতে এক মা ও তার ২ ছেলের মরদেহ পাওয়া গেছে। উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের একটি বাড়িতে তাদের মরদেহ পড়ে আছে। দুর্গন্ধ বের হওয়ার পর শনিবার (১ অক্টোবর) দুপুরের পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা মরদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে। 

নিহতরা হলেন- উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়া গ্রামের সুলতানের স্ত্রী মোছা. রওশন আরা (৪০), ছেলে জিহাদ (১০) ও  মাহিম (৩)।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকত বলে জেনেছি। আজ বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে অন্তত ৪-৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও এসেছে। তারাও কাজ করছেন। মরদেহগুলো এখনো উদ্ধার কার্যক্রম চলছে। 

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত