মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মেলবোর্নে যাচ্ছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৬:০৮ PM
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দলের পরবর্তী মিশন অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে দলের আগেই শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন সাকিব আল হাসান। এসময় সফরসঙ্গী হিসেবে অধিনায়কের সঙ্গে থাকবেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব দেশের অধিনায়কদের নিয়ে অফিসিয়াল ফটোসেশন এবং এক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে একদিন আগেই মেলবোর্ন যেতে হচ্ছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাবিদ ইমাম। তিনি বলেন, ‘অধিনায়ক সাকিব আল হাসান এবং আমি আগামীকাল শুক্রবার মেলবোর্নে যাবো। দলের বাকি সদস্যরা (১৫ অক্টোবর) শনিবার সকালে ব্রিসবেনে যাবেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। দুটিই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। যার প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৭ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে ১৯ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের মূল লড়াইয়ে ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত