“দূর্যোগ আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নড়াইল শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ভূ’মিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান (পিপিএম), নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি উপ-পরিচালক মো.মাহাবুবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চৌকশ অগ্নি নির্বাপক দল অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নির ব্যাপকতা এবং কীভাবে আগুন নেভানো হয় তার কৌশল প্রদর্শন করেন।
বাবু/এসআর